শুভসন্ধ্যা সমুদ্রে সৈকত ঘুরতে এসে পরিষ্কার করল ১ পর্যটক

শুভসন্ধ্যা সমুদ্রে সৈকত ঘুরতে এসে পরিষ্কার করল ১ পর্যটক

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ঃ বরগুনা জেলার তালতলী উপজেলার অপার সম্ভাবনাময় শুভসন্ধ্যা সমুদ্রে সৈকত বেড়াতে এসে পরিষ্কার করল ১ পর্যটক পরিষ্কার করলেন অন্য পর্যটকদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা। আজ সকালে শুভসন্ধ্যা সমুদ্রে সৈকত বেড়াতে এসে সমুদ্র বিচে ময়লা আবর্জনা দেখে পরিষ্কার করতে নামেন থেকে ঘুরতে আসা পর্যটক আরিফ রহমান। ভ্রমন পিপাশু আরিফ রহমানের কাছ থেকে জানা যায়, শুভসন্ধ্যা সমুদ্রে সৈকত ঘুরতে এসে সমুদ্র বিচে ফেলে রাখা বিভিন্ন প্লাস্টিকের বোতল, পলিথিন, চিপসের প্যাকেট দেখে হতাশা ব্যক্ত করেন এবং আরো বলেন এই পর্যটন কেন্দ্র আমদের তাই কে কি বলল কে কী করল তা না ভেবে নিজের কাজ নিজেকেই করতে হবে । পরে নিজের উদ্যোগে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী সময় ধরে পরিচ্ছনতার পার সবগুলো প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেন পর্যটক আরিফ রহমান।